Successful Student Learner

Md Abdullah Al Noman

Md Abdullah Al Noman

Software Engineer (Full-Time Intern), eMythMakers.com
আমি যখন প্রোগ্রামিং হিরো সম্পর্কে সম্পর্কে জানি তখনই প্রথম ব্যাচের সাথে কোর্স করতে চেয়েছিলাম। আমি তখন ভার্সিটির দশম সেমিস্টার এর স্টুডেন্ট ছিলাম। অই সময়টাতে হাতে টাকা পয়সা তেমন ছিলো না বলে করতে পারিনি। পরবর্তীতে সেকেন্ড ব্যাচ এর রেজিষ্ট্রেশন যখন শুরু হয় তখন সিদ্ধান্ত নেই কোর্স টা শুরু করার। আমি যখন সেকেন্ড ব্যাচ এ রেজিষ্ট্রেশন করি এই সময়টা করোনার মধ্যে দিয়ে যাচ্ছিলো বাসায় বসে থেকেও তেমন কোনো লাভ হচ্ছিলো না। প্রোগ্রামিং হিরো এর সুযোগে এই সময়টাতে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছি। আমি সিএসই ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট হিসেবে আগে থেকে কিছু ধারণা ছিলো। আমার ইচ্ছে ছিলো একজন ওয়েব ডেভেলপার হবার ভার্সিটির শুরু থেকে। আমি মাঝে অনেক জায়গায় কোর্স করতে চেয়েছি অনেক কিছু নিজে থেকে রিসার্চ করে দেখেছি কোথাও সঠিক দিকনির্দেশনা সাথে কিভাবে কি করলে কোন পজিশন এ যাবো কি কি শিখবো এইগুলা নিয়ে অনেক কনফিউজ ছিলাম। ঝংকার ভাই এর কোর্স এর আউটলাইন দেখে আমার পছন্দ হয়েছে আমি নিজে বুঝতে পেরেছি এভাবে আগাতে পারলে আমি আমার জার্নি তে পৌঁছাতে পারব। এত সুন্দর কমপ্লিট গাইডলাইন না পেলে আমার এতোদূর আসা সম্ভব হতো না। প্রোগ্রামিং হিরো আমাকে আমার ট্রাকে উঠিয়ে দিয়েছি বাকিটা আমার চেষ্টা, সাধনা, কঠোর পরিশ্রম এর ফলে এতদূর আসতে পেরেছি। এত কম টাকায় এত সুন্দর কোর্স আর এত এত টপিক কভার হয়েছে যেটা সত্যিই প্রশংসার যোগ্য। আমি এই চার মাসে এত কিছু শিখতে পারব সেটা আমি ধারণা করতে পারিনি। আমি বরাবরই ফাঁকিবাজ মার্কা স্টুডেন্ট ছিলাম সব কিছুর বেসিক জানতাম বলতে গেলে ক্লিয়ার একটা ধারণা রাখতাম যেনো পরবর্তীতে কোন কিছুতে গেলে যেনো কোনো কিছু না বুঝি তালগোল পাকিয়ে ফেলি। এটাই আমার এখানে কাজে লেগেছে। এডভান্সড কিছু কভার করা হয়েছে যার জন্য কোথাও কনফিউজ থাকলে সেটাও কভার আপ হয়ে গিয়েছে। পরিশেষে বলব প্রোগ্রামিং হিরো টিম এর সাপোর্ট আর সঠিক দিকনির্দেশনা, সঠিক আউটলাইন এর জন্য এতদূর আসতে পেরেছি সাথে নিজের ডেডিকেশন তো আছেই। নিজের ডেডিকেশন ছাড়া যত ভালো কোর্সই হোক না কেনো কেউ সফলতা লাভ করবে না বলে আমি মনে। নিজের মাতৃভাষায় এত সুন্দর একটা কোর্সের জন্য ধন্যবাদ প্রোগ্রামিং হিরো টিমকে সাথে ঝংকার ভাইকে।
Md.Alamin Ul Islam

Md.Alamin Ul Islam

Front-End Developer (Full-Time), TechForing Ltd.
Programming Hero team helps me to make my basic strong and keep me busy with coding by their continuous class and assignment. I have to code a minimum of 3-4 hours every day to keep track of classes. This may seem not flexible for us but if anyone takes their challenge seriously with passion then he/she will achieve a good carrier for sure. Their support is awesome. A team of professional mentors was always ready for our problem and they gave us solutions as soon as possible
Md. Sakif Uddin Khan

Md. Sakif Uddin Khan

Front End Developer (Full-Time Intern), Flyte Solutions
আমি এই কোর্স শুরুর আগে ব্যাসিক HTML, CSS এবং JavaScript জানতাম, যার তেমন কোনো প্রয়োগ ছিলো না, আর ReactJS এর শেখার শুরু এই কোর্স থেকেই। এই কোর্স করার আগে আমার চিন্তাভাবনা ছিলো Machine Learning নিয়ে কাজ করার, বেশ কিছু প্রজেক্ট ও করা ছিলো, কিন্তু এই কোর্স আমার Machine Learning নিয়ে কাজের পাশাপাশি Web Development সেক্টর নিয়ে ভাবতে আমাকে বাধ্য করে। এই কোর্সের ডেইলি মডিউল, এসাইনমেন্ট করতে যেয়ে শেষ মুহূর্তের Adrenaline Rush, সবকিছুই আমাকে সাহায্য করেছে চাকরির জন্য নিজেকে গড়ে তুলতে। আমি বর্তমানে CUET এ Mechanical Engineering এ তৃতীয় বর্ষের ছাত্র, এই কোর্সে যোগ দেয়ার আগে চাকরি বা ইন্টার্ন পেতে হবে এ সংক্রান্ত কোনো চিন্তাভাবনা আমার ছিলো না। কিন্তু এই কোর্সের কারিকুলাম আমাকে চাকরি (ইন্টার্ন) খুজতে উৎসাহিত করে, যা এই করোনাকালীন সময়ে ঘরে বসে থাকার চেয়ে শত গুণ একটি ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি। আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করেছে এই কোর্সের প্রজেক্ট গুলো, যেগুলো দেখে আমার কোম্পানির Hiring Person রা আমার প্রতি অনেকটাই ইন্টারেস্টেড হয়ে পরে। এছাড়া SCIC তে যেভাবে নিজের প্রোফাইল সাজানো, সিভি সাজানো, গিটহাব সাজানো শেখানো হয় এবং ঘাড় ধরে করানো হয় তাও আমার চাকরির পাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। ধন্যবাদ Programming-Hero Team এর সকলকে। ধন্যবাদ Jhankar Mahbub ভাইকে, এই প্রেক্ষাপটের একটি দেশে এরকম একটি সাহসী ও অনন্য উদ্যোগ নেয়ার জন্য।
Samir Biswas

Samir Biswas

Front End Developer (Full-Time), Krazy IT
Programming Hero is one of the best online platforms to learn web development. It helped me get the job.
Shahjahan Md Swajan

Shahjahan Md Swajan

Software Engineer (Full-Time), Prottoy
It was one of my greatest decision I've made to enroll in the course on Programming Hero. As a BBA undergrad student, it's very difficult to learn everything from available free resources. My off days during the pandemic became highly productive with Programming Hero. From a noob web-designer, I've become a full-stack web developer and afforded me a job as a software engineer at an ed-tech startup. The course simplified every topic for me. The course taught me how to read documentation, and how to get help from online platforms. It was an amazing journey for me. It was not just a course, but a complete package of resource-full course and career guidelines
Nusrat Jahan

Nusrat Jahan

React.js Developer(Full-Time Intern), MyWays
I have been able to come to this point today because of the programming hero. I never thought it would be possible to prepare myself for a job after only four months of hard work. But the programming hero team and Jhankar Mahbub Bhaiya have done it. I have come to this point by following their guidelines and course modules
Diptonil Singho Dhrubo

Diptonil Singho Dhrubo

Jr Developer (Full-Time), Zaynax Ltd.
The things I learned from Programming Hero are how to complete a MERN Stack project, how to build “rest API” in the backend, how to use git, how to host a project for live. And lastly, the most important thing I got is SCIC. Through the SCIC special training, I understand how to develop my own profile, how to represent myself to the world. By following the steps of SCIC I have completed my resume, cover letter, portfolio website, linked in profile. Not only these things, but SCIC also helps me to learn how to write and publish a blog in medium, how to collect and save interview questions and answers for myself. SCIC is always a turning point for many people who want a job. The Programming Hero Web Course is the best and SCIC is the best of the bes
Nur-A-Alam

Nur-A-Alam

LibrSoftware Developer (Full-Time), Paradynamixarian
Programming hero helped me a lot to get this job. The projects I completed for the assignments helped me to put in my CV. In the interview, I presented one of the assignment projects. Moreover, Programming hero course also helped me to learn the interview questions and programming concepts.
MD.SHAKIL

MD.SHAKIL

React Developer (Full-Time), SSITHOUSE
Programming Hero is a Diamond to me😍 I have learned a lot about web technology in this course and finally, I have got a job. I've given only two interviews in Bangladesh. I've been selected in SSITHOUSE. The job success I have achieved for programming Hero. Because their technique of teaching is just awesome. I couldn't be anything If the programming hero wouldn't Give me This Opportunity. A lot Of Thanks to the Programming Hero & Support Team also Lot of love jhankar vaia.
Juaid Rakin

Juaid Rakin

Front-end Developer(Full-Time Intern) , Akij Group
আমি প্রথমেই কৃতজ্ঞ ঝংকার মাহবুব ভাইয়ের প্রতি এত সুন্দর গুছানো একটা কোর্স চালু করার জন্য। আসলে কোর্স অনেক আছে কিন্তু মূল পার্থক্য হচ্ছে এই কোর্সের পরে জবের জন্য যে গাইডলাইন দেয়া হয় এখানে। এত সহজ সাবলীল ভাবে কোর্স সাজানো সত্যি বলতে ঝাংকার ভাইয়া বলেছিলেন উনি সব গুলিয়ে খাওয়াবেন কোর্স করে আমার তাই মনে হয়েছে উনি আসলেই গুলিয়ে খাওয়াইছেন। সুন্দর ভাবে সব উপস্থাপন করে বুঝিয়েছেন, সদ্য গ্র্যাজুয়েট হিসেবে জব পাওয়া অনেক কঠিন ছিল কিন্তু প্রোগ্রামিং হিরো সব সহজ করে দিয়েছেন। আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ সবার প্রতি।
Faisal Akbar

Faisal Akbar

Senior Data Analytics Consulatnt, Bank of America
Though the job responsibilities they asked for were mostly data analytics related, they liked my portfolio and also they liked me as a potential candidate because I know web development, and they said they have some web application where I can work, or help to design dashboards using react and d3js
TOUFIK HASAN

TOUFIK HASAN

Nurse Practicioner
আলহামদুলিল্লাহ্ Programming Hero এর কোর্সটি আমাকে খুবই উপকার করেছে। আমাকে শিখিয়েছে কিভাবে Professional ভাবে কাজ করতে হয়। আর আমাকে চাকরীর বাজারে কাজের উপযুক্ত করেছে
Md. Shahid-ul Islam

Md. Shahid-ul Islam

Software Engineer (Full-Time Intern), AsthaIT
আসলে সত্যি কথা বলতে এর আগেও web development সম্পর্কে ধারণা থাকলেও তা খুবই নগণ্য। আর react সম্পর্কে কোনো ধারনাই ছিল না। technical দিক তো আছেই সেগুলা আর বলার অপেক্ষা রাখে না তবে আসলে চাকরিতে অ্যাপ্লাই করার যে সাহস সেটাই আসলে পেয়েছি programming hero থেকে। আলাদাভাবে কাউকেই আমি বলতে চাইনা। সবাই এত support করেছে সেটা আসলে অকল্পনীয়। প্রতিদিন ৭-৮ ঘণ্টা সময় দিয়ে আমরা যে ভিডিও দেখতাম আর প্র্যাকটিস করতাম সেগুলা বানানোর জন্য ঝংকার ভাই আর পুরো টিমকে অনেক অনেক পরিশ্রম করতে হয় আর মিট সেশন তো আছেই
Kausar Habib Rakib

Kausar Habib Rakib

Frontend Developer (Full-Time), W3KERNE
প্রোগ্রামিং জগতে প্রবেশ ২০১৮ সালে। শুরুটা PHP দিয়ে। ব্যাকএন্ড মেইন ফোকাস ছিল। জাভাস্ক্রিপ্টকে তখন খুব একটা গুরুত্ব দেয়নি, জেকুয়েরি দিয়ে কোনোমতে কাজ চালাতাম। কিন্তু একটা কোচিং ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাতে গিয়ে ফ্রন্টএন্ড রিলেটেড অনেক প্রব্লেম এ পরি। জাভাস্ক্রিপ্ট শিখার প্রয়োজনীয়তা বুজতে পারি এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু রিসার্চ করতে থাকি। তখন দেখলাম একটা ল্যাঙ্গুয়েজে দিয়ে ফ্রন্টএন্ড + ব্যাকএন্ড + মোবাইল এপ্পস + ডেস্কটপ এপ্পস ইত্যাদি ডেভেলপ করা যায়। মন স্থির করলাম ভালোভাবে জাভাস্ক্রিপ্ট শিখবো। গুগল ইউটুবে সার্চ করি। আমি জানি গুগল ইউটুবে থেকে শিখা যায় তবে একটু সময় সাপেক্ষ বেপার। আমি ঝংকার ভাইয়ের অনেক বড় একজন ফ্যান। ইউটুবে ফেসবুকে লিংকএন্ডে... সবখানে তাকে ফলো করতাম। ফার্স্ট ইউটুবে দেখলাম তিনি ওয়েব ডেভেলপমেন্ট এর উপর কোর্স লাঞ্চ করতে যাচ্ছে এবং মজার বেপার হলো সেখানে মেইন ফোকাস থাকবে জাভাস্ক্রিপ্ট & React । এই সুযোগ কি আর মিস করা যায়? আমি তার পরের দিনেই কোর্স এনরোল করে ফেলি। কোর্স কন্টেন্টগুলা এমনভাবে সাজানো আপনি যদি ঠিকমতো টাইম to টাইম মডিউল দেখেন, ফাঁকিবাজি না করেন, ঠিকমতো প্রাকটিস করেন আপনি সাকসেস হবেনই ইনশাআল্লাহ। আর একটা কোর্স থেকে সবথেকে বড় পাওয়া হচ্ছে Support । যেটা প্রোগ্রামিং হিরো টিম মেম্বারা দিয়ে থাকে। তাদের কাছ থেকে যে সাপোর্ট পেয়েছি ভুলার মতো না। সাপোর্ট-এ কিছু মানুষের গুরুত্ব ছিল অপরিসীম। নাম মেনশন করলাম না কিন্তু মন থেকে দুয়া করি তাদের জন্য। আমাদের কোর্স শেষ হওয়ার ২ সপ্তাহ আগেই আমার এক ফ্রেন্ড একটা কোম্পানিতে জব এপলাই করতে বলে এবং জিবনের প্রথম ইন্টার্ভিউতেই জব পেয়ে যাই। আলহামদুলিল্লাহ। ফুল ক্রেডিট ঝংকার মাহমুব ভাইকে উৎসর্গ করলাম
Abdullah Imran

Abdullah Imran

Javascript Developer (Full-Time), Gain Solutions Ltd.
In publishing and graphic design, Lorem ipsum is a placeholder text commonly used to I have benefited from daily assignments, quizzes, videos. Programming Hero taught me how to stick. From start finish, the course was a complete package. Thank you all, specially Jhanker Mahbub Sir for taking such an initiative
Rawhatur Rabbi Rafin

Rawhatur Rabbi Rafin

Web Developer (Full-Time Intern), Parallaxlogic Infotech
The course has helped me a lot to get the job. 1st of all, it was almost impossible for me as a 2nd-year undergraduate student to be able to make my CV and drop that for job vacancies. But the course provided me with a perfect overall guideline and boosted my confidence
Murad Hossain

Murad Hossain

React Developer (Part-Time), SX Web
Your proper guidelines and Course content which you arranged as our lives. All of the instructions provide on SCIC club were very helpful to achieve my part-time job as a react developer.
Balay Kumar Bagchi

Balay Kumar Bagchi

Software Developer (Full-Time Intern), Pipesort Technologies LLP
I had little knowledge of HTML, CSS, and JS. But none of those were good enough to make a structured project. In this course, I taught all of those enough and also learned how to plan a big and structured project and implement the plan. Also, this course forced me to drive deeper into technologies like React, Node, Express. After finishing JS and React from this course, now I am working professionally on it. Besides I am learning TS and NextJS on my own. Thanks a lot to Jhankar Mahbub vaiya and the entire Programming Hero team for this course and this career opportunity
orshad Khan Misho

orshad Khan Misho

Junior Front end Developer, W3Kerne
আপনাদের কোর্সে জাভাস্ক্রীপ্ট এবং রিয়্যাক্ট জে এস টা খুব ভাল করে বোজানো হয়েছিলো যা আমার জব পেতে অনেক ইজি হইসে তা তাছাড়াও আপনাদের গাইডলাইন টা জব তা পেতে আরো বেশি উপকার হইসে
Golam Mohiuddin

Golam Mohiuddin

Front end Developer(Full-Time Intern), Akij IT
As I got an intern opportunity as a React developer and I was learning React from programming hero. So the web course helped me a lot.
© Copyright Creative Learner Premium Courses 2021